ওয়ায়েস কুরুনী
দিনাজপুর জেলা প্রতিনিধি
পরিবেশ, জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্বের প্রয়োজনীয়তা তুলে ধরে দিনাজপুরের নবাবগঞ্জে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে বড় পর্দায় শিক্ষার্থীদেরকে জীববৈচিত্র্য ও বন সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে নির্মিত বিশেষ প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয় ।
আজ বেলা ১১ টায় উপজেলার ভাদুরিয়া স্কুল এন্ড কলেজ মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন ফাউন্ডেশন এর আয়োজনে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সামাজিক বনায়ন এর বিভাগীয় বন কর্মকর্তা মোঃ বশিরুল আল মামুন ।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী বন সংরক্ষক মাসুম আলম, চরকাই রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার, আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আমির হোসেন ও গ্রীন ফাউন্ডেশন এর সভাপতি মোঃ আরাফাত রহমানসহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২শ শিক্ষার্থী, শিক্ষক গন উপস্থিত ছিলেন । সভায় পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণেসচেতনতামূলক আলোচনা করা হয় ।
পরে গ্রীন ফাউন্ডেশন এর পক্ষ থেকে ২শ শিক্ষার্থীর হাতে ফলজ গাছের চারা তুলে দেয়া হয় ।
Leave a Reply