নড়াইল প্রতিনিধিঃ-
নড়াইলে নিজের পরিকল্পনা অনুযায়ী নিয়োগ বাণিজ্যের ছক সাজাতে ব্যর্থ হয়ে স্বনামধন্য ভিক্টোরিয়া কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও যশোর থেকে প্রাকাশিত বহুল প্রচলিত দৈনিক গ্রামের কণ্ঠ পত্রিকার নাম জড়িয়ে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে নিজের ফেসবুক পেজে পোষ্ট দিয়েছেন নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ক্রিড়া শিক্ষক ও সাংবাদিক হুমায়ুন কবীর রিন্টু।
তিনি এম পি ও ভুক্ত কলেজের শিক্ষক হয়েও সাংবাদিকতা করেন ও বিগত কয়েক বছর রিপোর্টাস ইউনিটির নড়াইল জেলার সভাপতি ছিলেন।
তথ্যানুসন্ধানে জানাযায়, হুমায়ুন কবীর রিন্টু এম পি ও ভুক্ত কলেজে চাকরী করলেও তাঁর মূল পেশা সাংবাদিকতা।
মির্জাপুর ইউনাইটেড ডিগ্রী
কলেজের ম্যানেজিং কমিটির সদস্যদের ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ষকে ম্যানেজ করে কলেজ চলাকালীন সময়ে তিনি নড়াইল শহরের বিভিন্ন অফিস আদালতে সংগঠনের নাম ভাঙ্গিয়ে ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজী করে বেরান।তাঁর চাঁদাবাজীতে অতিষ্ট বিভিন্ন সরকারী অফিসের কর্তাব্যাক্তিরা।
সম্প্রতি এম পি ও ভুক্ত বিভিন্ন স্কুলে সরকারী বিধীমোতাবেক নিয়োগ কার্যক্রম শুরু হলে তিনি এটাকে পুজি করে প্রত্যেকটি স্কুলে গিয়ে ভয়ভীতি দেখিয়ে সর্বপ্রথম নিয়োগের বিজ্ঞাপন হাতিয়ে নেন। পরবর্তীতে নিজের প্রার্থী সেট করে প্রার্থীর কাছ থেকে নগদে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে নিয়োগ পরিক্ষার দিন হাজির হন স্কুলে। এবার ম্যানেজিং কমিটির সদস্য ও প্রাধান শিক্ষককে ভূয়া নিয়োগ বাণিজ্যের নিউজের ভয় দেখিয়ে তার প্রার্থীকে চাকরী দিতে বাধ্য করেন।
আর যেখানে তাঁর মনোনীত প্রার্থী থাকেনা সেখানে তিনি চাপ সৃষ্টি করে নগদে দফারফা করেন।
তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়ে সম্প্রতি নিয়োগে তার প্রার্থী ফাহাদকে চাকরী দিতে উপরোক্ত কৌশল অবলম্বন করে সফল হয়েছেন এই হুমায়ুন কবীর রিন্টু, যা তুলারামপুর ইউনিয়নের সকলের মুখে মুখে।
একজন এম পি ও ভূক্ত কলেজ শিক্ষক হয়ে জন্মস্থান তুলারামপুর ইউনিয়নের পেরুলি গ্রামে কয়েক একর জমি কিনেছেন, নড়াইল শহরের কুড়িগ্রামে বিশাল বাড়ির মালিক তিনি। নড়াইল শহরের আশে পাশেও রয়েছে নামে বেনামে কেনা একাধিক প্লট যার বর্তমান বাজারমূল্য কয়েক কোটি টাকা।
নড়াইল ভিক্টোরিয়া কলেজিয়েট উচ্চ বিদ্যালয় একটি স্বনামধন্য স্কুল, এবং এই স্কুলের সভাপতি নড়াইল জেলা আওয়ামীলীগের সম্মানীত সাধারন সম্পাদক ও নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান জনাব নিজাম উদ্দিন খান নিলু। একজন নির্লোভ ও ক্লিন ইমেজের মানুষ হিসেবে তিনি জেলাবাসীর কাছে পরিচিত।
এই স্কুলে গিয়ে ভয়ভিতী দেখিয়ে কাজ হবেনা বলেই ফেসবুকে ভূয়া নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে হুমায়ুন কবীর রিন্টু এই পোষ্ট দিয়েছেন বলে অনেকেই অভিযোগ করেন।
এছাড়াও ভিক্টোরিয়া কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের নিয়োগের বিজ্ঞাপন
যশোর থেকে প্রকাশিত বহুল প্রচলিত ও জনপ্রিয় দৈনিক গ্রামের কণ্ঠ পত্রিকায় প্রকাশীত হয়। বিজ্ঞাপন না পেয়েএই হুমায়ুন কবীর রিন্টু তার ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম Humaun Rintu নামক প্রোফাইল থেকে১১/০৯/২০২২ইং তারিখে দৈনিক গ্রামের কণ্ঠ পত্রিকাকে অখ্যাত পত্রিকা হিসেবে উল্লেখ করে পত্রিকার ভাবমূর্তি নষ্টকরার চেষ্টা করেছেন এবং তা
দৈনিক গ্রামের কণ্ঠ পত্রিকার নির্বাহি সম্পাদক সহ পত্রিকা সংশ্লিষ্ট সকলের দৃষ্টিগোচর হয়েছে বলে জানিয়েছেন গ্রামের কণ্ঠের নির্বাহি সম্পাদক।
এ বিষয়ে দৈনিক গ্রামের কন্ঠের নির্বাহি সম্পাদক মোস্তাকিম আল রাব্বি সাকিব জানান, আমরা বিষয়টি দেখেছি। বহুল প্রচলিত ও জনপ্রিয় গ্রামের কণ্ঠ পত্রিকার ভাবমূর্তি খুন্ন করার চেষ্টা করেছেন এই হুমায়ুন কবির রিন্টু। তার প্রোফাইল থেকে করা পোষ্ট আমাদের দৃষ্টিগোচর হয়েছে, সে যদি অনতিবিলম্বে আমাদের পত্রিকা সম্পর্কিত বাজে মন্তব্য ফেসবুক থেকে সরিয়ে না নেন তাহলে আমরা তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেব।
Leave a Reply