নেত্রকোনা প্রতিনিধিঃ-
“বৃক্ষ নিধন আর নয়, আসুন করি বৃক্ষরোপণ” এই স্লোগানকে প্রতিপাদ্য নিয়ে নেত্রকোণা জেলাধীন পূর্বধলা উপজেলার সমাজ উন্নয়নমূলক ছাত্র সংগঠন “স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন রাঙ্গামাটিয়া’র” উদ্যােগে প্রকৃতিকে সুস্হ রাখতে এবং পরিবেশকে সবুজায়ণ করার লক্ষ্যে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২২ এর সমাপনী দিনে পরিবেশ সচেতনতামূলস প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণের জন্য স্হানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।স্বারকলিপি প্রদান করেন সংগঠনের সভাপতি মোঃ ওমর ফারুক এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম। গত ৬ সেপ্টেম্বর মঙ্গলবার হতে ১২ সেপ্টেম্বর সোমবার পর্যন্ত উপজেলার ঘাগড়া ইউনিয়নের বিভিন্ন মসজিদ-মাদরাসা,রাস্তার মোড়,বাজার,দর্শনীয় স্হানসহ স্কুল প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ এবং ঔষধি বিভিন্ন জাতের ১০০০ পিস চারা রোপণ ও বিতরণ করা হয়। সংগঠনের পাশাপাশি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও পরিবেশ সচেতনতামূলক কর্মসূচী গ্রহণ করার জন্য এই স্বারকলিপি প্রদান করা হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুপস্থিতিতে স্বারকলিপি গ্রহণ করেন ইউপি সদস্য জনাব ইসহাক মিয়া।এই সময় তিনি আশ্বাস দেন পরিষদের পক্ষ থেকে পরিবেশ সচেতনতা বিষয়ক কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে এবং সংগঠনের এই উদ্যােগকে স্বাগত জানান।
Leave a Reply