রাজবাড়ী জেলা প্রতিনিধি।
পরীক্ষা দিতে না দেয়ায় স্কুলছাত্রীর ডিটারজেন্ট খেয়ে আত্মহত্যার চেষ্টা
রাজবাড়ীর গোয়ালন্দ পৌর এলাকায় বেসরকারি মুনস্টার কলেজিয়েট স্কুলের নবম শ্রেণির ছাত্রীর এক মাসের বেতন বাকি থাকায় পরীক্ষার হল থেকে বের করে দেয় শিক্ষক। এঘটনায় অপমান সইতে না পেরে বাড়িতে এসে ডিটারজেন্ট খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই ছাত্রী। গুরুতর অসুস্থ অবস্থায় ওই স্কুলছাত্রীকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রোববার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আত্মহত্যা চেষ্টাকারী ওই ছাত্রীর বাবা বলেন, চলতি মাসের বেতন ৫০০ টাকা বাকি ছিল। বিষয়টি আগে থেকে জানাননি শিক্ষকরা। এজন্য আজকে তার মেয়ে পরীক্ষা দিতে গেলে অপমান করে হল থেকে বের করে দেন প্রধান শিক্ষক। এরপর আমার মেয়ে অপমান সইতে না পেরে বাড়িতে এসে সবার অজান্তে ডিটারজেন্ট পাউডার খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে তার মেয়েকে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
স্কুলের প্রধান শিক্ষক মো. আজিম জানান, শিক্ষার্থীকে অপমান করার বিষয়টি অস্বীকার করে বলেন বেসরকারি প্রতিষ্ঠান আমাদের। শিক্ষার্থীদের বেতনেই শিক্ষকদের বেতন হয়। তাই যাদের বেতন বকেয়া তাদের পরীক্ষা দিতে দেয়া হয়নি। এরকম আরেক বেশ কয়েক জন শিক্ষার্থীর পরীক্ষা আমরা নেয়নি। বলছি আজকের পরীক্ষা আগামী ৭ সেপ্টেম্বর নেব। তারপর শুনেছি রোজিনা বাড়ি গিয়ে আত্মহত্যার চেষ্টা করে।
গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ঘটনাটি শুনেছি। এরপর শিক্ষার্থীর বাবাও আমাকে ফোনে জানিয়েছে। আমি তাদের বলেছি আগে আপনার সন্তানকে সুস্থ করে তোলেন। তারপর আইনগত ব্যবস্থা নেন।
Leave a Reply