মোঃশফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
জমকালো আয়োজনের মধ্য দিয়ে সদর উপজেলার নারগুন ইউনিয়নের বোচাপুকুর পোকাতি (সেন্টারহাটে) “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব” স্মরনে ওয়ান ডে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শনিবার বিকালে বোচাপুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ফাইনালে রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়ন টিম ২-০ গোলে কহরপাড়া টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
বোচাপুকুর পোকাতি যুব সংঘ ও পাঠাগারের আয়োজনে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে নারগুন ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সোহরাব আলীর সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মুহঃ সাদেক কুরাইশী, বিশেষ অতিথি নারগুন ইউনিয়ন আ’লীগের সভাপতি সত্যেন্দ্র নাথ রায়, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সেরেকুল ইসলাম, শাপলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চক্র মোহন সরকার, স্থানীয় প্রবীন ব্যক্তি মোকলেসুর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি সানাউল হক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও বিপি যুব সংঘ ও পাঠাগারের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। খেলা পরিচালকের দায়িত্ব পালন করেন আলতাফুর আলিম, জয়নাল আবেদীন ও মনিরুল ইসলাম। ধারা বর্ননা করেন মোঃ রাসেল।
উল্লেখ্য, টুর্নামেন্টে মোট ৮টি টিম অংশগ্রহন করে। টিমগুলো হলো:- ফাইনালের ২ টিম, পঞ্চায়েতপাড়া টিম, ভাবনাগঞ্জ টিম, মাদারগঞ্জ টিম, বীরগঞ্জ টিম, সালন্দর টিম ও রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের বি টিম। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ টিমকে প্রাইজমানি ও ট্রফি প্রদান করেন অতিথিরা।
Leave a Reply