ডেস্কঃ
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ১ নং ওয়ার্ড যুবলীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোঁয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (৩০ আগস্ট) বিকালে চেঙ্গুটিয়া বাজারের পান হাটায় এ আলোচনা সভা ও দোঁয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির অন্যতম
সদস্য সন্দ্বীপ কুমার কুন্ডুর সঞ্চালনায় ওয়ার্ড যুবলীগের সভাপতির সভাপতিত্বে উক্ত আলোচনা সভা ও দোঁয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অভয়নগর উপজেলার গণমানুষের নেতা তৃণমূল নেতাকর্মীদের
ভালোবাসার বাতিঘর প্রখ্যাত শ্রমিক নেতা বাবু রবিন অধিকারী ব্যাচা, প্রধান বক্তা
অভয়নগর উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ তালিম হোসেন,
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ড. মিনারা পারভীন, উপজেলা যুবলীগের
যুগ্ম আহ্বায়ক অর্জুন সেন, প্রসনজিৎ দাস, ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, মৎস্যজীবী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় প্রধান অতিথি বাবু রবিন অধিকারী ব্যাচা তার গঠনমূলক বক্তব্যে আওয়ামী লীগ ও অংগ সহোযোগি সংগঠন গুলোর মধ্যকার সকল বিভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আগামীতে আওয়ামিলীগ সরকারকে পুনরায় ক্ষমতায় আনার প্রদত্ব আহবান জানান।
আলোচনা শেষে হাফেজ মওলানা শরিফুল ইসলামের নেতৃত্বে ১৫ ও ২১ আগস্ট সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে খাদ্য বিতরণ করা হয়।