ডেস্কঃ
অভয়নগরে নওয়াপাড়া পৌর আওয়ামীলীগ, জাতীয় শ্রমিকলীগ, উপজেলা আওয়ামী যুবলীগ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার বিকালে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোঁয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ তালিম হোসেনের সঞ্চালনায়
পৌর আ.লীগের সভাপতি রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য (এমপি) রণজিত কুমার রায়, প্রধান বক্তা হিবাবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য
(এমপি) হুইপ শেখ আব্দুল ওহাব, , পৌর আ.লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ শেখ,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ড.মিনারা খাতুন।
জাতীয় শ্রমিকলীগ নওয়াপাড়া রাজঘাট শিল্প অঞ্চলের সভাপতি নজরুল ইসলাম ফারাজী, সাধারণ সম্পাদক রবিন অধিকারী ব্যাচা সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে ১৫ আগষ্টে বঙ্গবন্ধু ও তার সাথে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করে দোঁয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে অনুষ্ঠানে আগত হাজারো নেতা কর্মীদের গণ ভোজের ব্যবস্থা করা হয়।