রাজবাড়ী জেলা প্রতিনিধি।
রাজবাড়ী সদর উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মৃধা কলেজের সামনে ট্রাক-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে ৯ জন মারাত্মকভাবে আহত হয়েছেন। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- মাহেন্দ্রের চালক ও সদর উপজেলার চন্দনী ইউনিয়নের হরিণধারা গ্রামের আজগর আলী মোল্লার ছেলে চান মিয়া (৪০), কালুখালি উপজেলার ঝাওগ্রামের আনোয়ার হোসেনের ছেলে আসরাফ হোসনে (৪০), কালুখালি উপজেলার কাঠ মিস্ত্রি মোঃ রানা (৩৫), কালুখালি উপজেলার বাংলাদেশ হাট চরনারায়নপুর গ্রামের নিরাঞ্জন হালদারের ছেলে সুজন হালদার (৩৫), কালুখালি উপজেলার কালিকাপুর গ্রামের বিসু দাসের মেয়ে সবিতা রানি (৫০)।
বাকি ৪ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। হাসপাতালে থাকা ৫ জনের মধ্যে মাহেন্দ্র চালকসহ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম আসাদুজ্জামান বলেন, পাংশা থেকে আসা একটি মাহেন্দ্র মৃধা কলেজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্র চালকসহ ৯ জন মারাত্মকভাবে আহত হয়ে। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
তিনি আরও জানান, ঘটনার পর পরই ট্রাক চালক ও চালকের সহযোগীকে আটকের চেষ্টা চলছে। তবে পিকাপ ও মাহেন্দ্রকে আটক করা হয়েছে।
Leave a Reply