মোঃশফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের প্রিন্টিং প্রেস মালিকদের উদ্যোগে শহরের টিএফসি রেস্টুরেন্টে দ্বিতীয় মেয়াদে ঠাকুরগাঁও জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতি দ্বিতীয় মেয়াদে গঠন করা হয়। গত
মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত এই সভায় ঠাকুরগাঁওয়ের অর্ধশতাধিক প্রিন্টিং প্রেস ও মুদ্রণ শিল্প মালিকদের উপস্থিতিতে প্রধান উপদেষ্টা পূর্বাশা অফসেট কালার প্রেসের প্রোপ্রাইটর মোঃআব্দুল মান্নানের সভাপতিত্বে কমিটির দ্বিতীয় মেয়াদে দুই বছরের জন্য পুনরায় নতুন কমিটি গঠন করা হয়।
নন্দন অফসেট প্রেসের প্রোপ্রাইটর মোঃসফিউল ইসলামকে সভাপতি এবং লেখনী সম্ভার অফসেট প্রেসের প্রোপ্রাইটর গোলাম সারোয়ার সম্রাটকে সাধারণ সম্পাদক করে এগারো সদস্য বিশিষ্ট কমিটি সর্বসম্মতিক্রমে গঠন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নতুন কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য সততা অফসেট প্রেসের প্রোপ্রাইটর মোঃমমতাজ উদ্দীন ও শাপলা অফসেট প্রেসের প্রোপ্রাইটর মোঃসৈয়দ মোহাদ্দেস সেলিম।
নতুন কমিটির অন্যান্যদের মধ্যে নির্বাচিত হন সাংগঠনিক সম্পাদক পদে পূর্বাশা সিটিপির পরিচালক মোঃতরিকুল ইসলাম,প্রচার ও প্রকাশনা পদে রাজিয়া অফসেট প্রেসের প্রোপ্রাইটর সম্পাদক মীর শাহাদত হোসেন,কোষাধ্যক্ষ পদে ছানোয়ার প্রিন্টার্স-এর প্রোপ্রাইটর ছানোয়ার হোসেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে স্বরলিপি ডিজিটাল প্যানার পরিচালক শাহাজাহান,সাঈদ অফসেট প্রেসের পরিচালক জগদীশ চন্দ্র রায়,বর্ণ কালার প্রেসের পরিচালক আমজাদ হোসেন,মা সিটিপির পরিচালক মোঃসালাম,এবং ডিজিটাল আর্ট লাইন-এর পরিচালক উদয় রায়।