ইয়াছিন আরাফাত( স্টাফ রিপোর্টার)ঃযশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে সাগর হোসেন (৩২) নামে এক ঠিকাদারের বিরুদ্ধে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। কিশোরী এখন যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল রবিবার (২১ আগস্ট) দিবাগত রাতে সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা মাঠের মধ্যে ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত সাগর একই গ্রামের বাসিন্দা।
ভূক্তভোগী কিশোরী জানায়, ফেসবুকে সাগরের সাথে আমার পরিচয় হয়। গত রাতে আমরা দুইজন দেখা করি। বেশ কিছুক্ষণ সময় ঘোরাফেরার পর মাঠের মধ্যে নিয়ে আমাকে ধর্ষণ করে।
কিশোরীর মা জানান, হঠাৎ মেয়ে অসুস্থ হযে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসি।
হাসপাতালের জরুরি বিভাগে ডাক্তার আহম্মেদ তারেক শামস বলেন, কিশোরী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার আব্দুস সামাদ বলেন, কিশোরীর শরীর থেকে নমুনা নেয়া হবে। রিপোর্ট আসার পরে বিস্তারিত জানানো হবে।
যশোর কোতয়ালী থানার এসআই জয়ন্ত বসু বলেন, ঘটনার সাথে জড়িত সাগরকে আটকের জন্য পুলিশী অভিযান অব্যহত রয়েছে।
Leave a Reply