রাজবাড়ী জেলা প্রতিনিধি।
পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ-বক্তব্য প্রত্যাহার দাবি বিএনপি নেতার সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং ফরিদপুর বিভাগীয় দলনেতা বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বক্তব্য প্রত্যাহার ও পদত্যাগের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং ফরিদপুর বিভাগীয় দলনেতা বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান।
তিনি বনে, ‘৩০ লাখ মানুষের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। আজ পররাষ্ট্রমন্ত্রী পথ ভুলে দেশকে কীভাবে ভারতের অঙ্গ রাজ্যে পরিণত করলো? এ লজ্জা বাংলাদেশের সাড়ে ১৬ কোটি মানুষের।’
শনিবার (২০ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে দেশব্যাপী কেন্দ্র ঘোষিত সভা, সমাবেশ, মিছিলের কর্মসূচি বাস্তবায়নের লক্ষে আয়োজিত ফরিদপুর বিভাগীয় সমন্বয় সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
মশিউর রহমান বলেন, ‘২২ আগস্ট থেকে প্রতিটি উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে মিছিল, মিটিং, সভা, সমাবেশের মাধ্যমে গণ অভ্যুত্থান সৃষ্টি করে জনগণকে রাজপথে নামার নির্দেশ দেওয়া হয়েছে।’
সভায় সঞ্চালনা করেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর বিভাগীয় সমন্বয়কারী শামা ওবায়েদ। এ সময় আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, সেলিমুজ্জামান সেলিম সহ ফরিদপুর বিভাগের জেলা পর্যায়ের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
Leave a Reply