নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গা উপজেলার ৫নং বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত দোয়া ও শোক সমাবেশ অনুষ্ঠিত।
রবিবার (২১ আগস্ট) বিকেল ০৪ ঘটিকায় উপজেলার বাসুদেবপুর ডাঃ নাসির উদ্দিন তালুকদার মহাবিদ্যালয় মাঠে বাঙ্গালীর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল সদস্য এঁর ৪৭ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত দোয়া ও শোক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সবুর সেলিম (মাষ্টার) এর সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম বাবু র সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সালেহ মোহাম্মদ শামীম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর লোকমান, যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন নিউটন, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমান মতি, ইউনিয়ন যুবলীগের সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জয় সহ দলীয় নেতাকর্মী।
Leave a Reply