নব দিগন্ত
আবুল হাসানাত
আজি সকল বেদনা ভুলি
নব দিগন্তের দুয়ার দাও গো খুলি,
এসেছে নতুন প্রভাতের গান লয়ে
সকলই সুখ আঁচলে নাও গো তুলি।।
আজি এই আঁধারের মাঝে
বিলীন কর সকলই দুখের কষ্ট,
বৃথা ভেবো না এই ভেবে হায়
আমি ত হয়েছি নষ্ট????
সময় নেই পিছু ফেরাবার
সামনের দিকে চলো,
সততায় বাঁধো সচ্ছলতার ঘর
ন্যায় হিম্মতে কথা বলো।
দূর্বার গতিতে ছুটে চলো তুমি
ক্লান্তি রেখো না মনে,
বন্ধুর পথ দিতে হবে পাড়ি
শ্বাস থাকিতে তোমার প্রাণে।
যা কিছু তোমার হয়েছে গো ক্ষয়
শুধু ভাবনায় তা শুধরাবার নয়,
এসব ভাবনাকে দাও ছুটি
আর শক্ত হাতে চেপে ধরো তার টুটি।
চেয়ে দ্যাখো ঐ আকাশ পানে
তব উন্নত করো শীর,
আঁধার কাটিয়া আলোর রেখা
পূর্বাকাশে উদিত রবির।
আজি জয়গান হোক তোমার আমার
ধুলির ধরা এ বিশ্বের,
মানুষে মানুষে বিবেকের দায়ে
আস্থাভাজন হই মোরা নিঃস্বের।
আপনাকে মোরা ভুলিয়া যাই
আজি আপন চিত্ত হতে,
বিকশিত হোক সত্তা মোদের
সকলই ধর্ম মর্ম ভেদে।
কাঁদিয়া উঠুক আপনার প্রাণ
কষ্ট কাহারো দেখে,
দুহাত তোমার বুলাইয়া দিও
যতনে আদর সোহাগ মেখে।
তবেই শান্তি তবেই পাওয়া
স্বার্থক তোমার জন্ম,
ধন্য হবে জিবন তোমার
অন্য কারো জন্য।।।।
Leave a Reply