ওয়ায়েস কুরুনী দিনাজপুর জেলা প্রতিনিধিঃ গত ১৯ আগস্ট ২০২২ ইং রোজ শুক্র বার দিনাজপুর শহরের কালিতলা নামক ক্রিসেন্ট কিন্ডারগার্টেন স্কুলের পশ্চিম পাশে তিন তলা বিল্ডিং এর নিচতলায় একটি হলরুমে মির্জা ওবায়দুর রহমান এর সভাপতিত্বে দিনাজপুর জেলা ও উপজেলার গণ ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ এর নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি সহ সদস্য সচিব ইব্রাহিম খোকন । এ সময় বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন। ঢাকা মহানগর উত্তর এর সংগ্রামী যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বুলবুল আহমেদ । ঢাকা মহানগর দক্ষিণ এর যুগ্ম সদস্য সচিব মোঃ শামিম রেজা সহ দিনাজপুর জেলা গণঅধিকার পরিষদ এর সদস্য সচিব মোঃ ফাইজার রহমান সবুজ ।এছাড়াও আর উপস্থিত ছিলেন বাংলাদেশ মিডিয়া ইনস্টিটিউটের সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং দিনাজপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি ও দৈনিক বাংলাদেশ সমাচার এর জেলা প্রতিনিধি মোঃ মোকারম হোসেন। আরো উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা শ্রমিক অধিকার পরিষদ এর আহ্বায়ক মোহাম্মদ সেলিম রেজা ,দিনাজপুর জেলা যুব অধিকার পরিষদ এর সদস্য সচিব মোঃ গোলাম আযম সহ দিনাজপুর জেলা ১৩ টি উপজেলার আহ্বায়ক ও সদস্য সচিব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ সাব্বির হোসেন। পরিশেষে সভাপতির সংক্ষিপ্ত বক্তব্যে এর মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন ।জনতার অধিকার আমাদের অঙ্গীকার।
Leave a Reply