ডেস্কঃ
এবার যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বিএম মুরাদ হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রিপন গাজীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে তিন সদস্য বিশিষ্ট আরও একটি কমিটি দিয়েছেন নওয়াপাড়া পৌর যুবলীগ।
গতকাল শনিরার (২০ আগস্ট)
পৌর যুবলীগের আহবায়ক মোঃ হাসান আলী গাজী ও যুগ্ম
আহবায়ক মোঃ বিল্লাল আহম্মেদ বাবু ও মোঃ জাকির শেখ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এর আগে গত মঙ্গলবার (১৬ আগস্ট) পৌর যুবলীগের আহবায়ক মোঃ হাসান আলী গাজী ও যুগ্ম আহবায়ক মোঃ বিল্লাল আহম্মেদ বাবু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের ভাবমূর্তি নষ্টের কারনে ৫ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ
সম্পাদক মোঃ মেহেদী হাসান হৃদয় ও ৪ নং ওয়ার্ড যুবলীগের প্রচার ও প্রকশনা সম্পাদক নাইমুর রহমান দুর্জয় ওরফে জয় এর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি দেওয়া হয়।
যুবলীগের কমিটিতে থেকে অনৈতিক কর্মকান্ডে জরিত থাকার অভিযোগে সামাজিক ও গণমাধ্যমে বিষয়গুলো অলোচনা সমালোচনা শুরু হলে যুবলীগের ভাবমূর্তি রক্ষা করতে তাদের বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত নিতে এ কমিটি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে নওয়াপাড়া পৌর যুবলীগের যুগ্ন আহ্বায়ক মোঃ বিল্লাল আহম্মেদ বাবু জানান, যুবলীগের
চার নেতার বিরুদ্ধেই গুরুতর অপরাধের অভিযোগ থাকায় বিষয়টি তদন্তে তিন সদস্য বিশিষ্ট পৃথক দুটি কমিটি দেওয়া হয়েছে। শোকের মাস আগস্টের পর তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।
পৌর যুবলীগের আহবায়ক মোঃ হাসান আলী বলেন, যুবলীগের পদ পদবি ব্যবহার করে অনৈতিক কর্মকান্ডে জরিত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক
কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ প্রমানিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না।