মোঃ মাহফুজুর রহমান-স্টাফ রিপোর্টার
পারিবারিক ভাবে “হাঁস-মুরগী করলে পালন, অর্থনৈতিক স্বচ্ছলতা ও আমিষের চাহিদা হবে পুরণ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে গত ১০ই আগস্ট ২০২২ ইং তারিখ রোজ: বুধবার সকাল ১১.৩০ টায় ভোমরাদহ-স্থ মিলন বাজার আদর্শ কেজি স্কুল প্রাঙ্গনে “বাংলাদেশ পল্লী ফেডারেশন” কর্তক পীরগঞ্জ উপজেলায় ৫০ জন দুঃস্থ, অসচ্ছল পরিবারের মাঝে বিনামূল্যে ২টি করে হাঁস-মুরগী বিতরন করা হয়েছে।
উক্ত মহতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ঠাকুরগাঁও জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো: আবুল কালাম আজাদ গেষ্ট অব অনার এর পক্ষে উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মো: আহসান হাবীব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনেস্কো ক্লাব, ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক মো: জিয়াউর রহমান ও বীর মুক্তিযোদ্ধা মো: সোলায়মান আলী প্রমুখ।
এতে বাংলাদেশ পল্লী ফেডারেশন এর চেয়ারম্যান মো: আব্দুর রহমান সাংবাদিক সভাপতিত্ব করেন। সভায় বাংলাদেশ পল্লী ফেডারেশনের নির্বাহী পরিচালক মো: আরফান আলী সাগত বক্তব্য রাখেন।
তিনি বাংলাদেশ পল্লী ফেডারেশনের উন্নয়ন সহ সাংগঠনিক কর্মকান্ড নিয়ে নাতিদীর্ঘ আলোকপাত মূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, উক্ত পল্লী ফেডারেশন সংগঠনটি ২০১৩ সালে স্থাপিত হয়।
যাহা ২০১৮ সালে বে-সরকারি সংগঠন হিসেবে রেজিষ্ট্রেশন প্রাপ্ত-২২/ঠাক/পীর/২০১৮ ইং। অত্র সংগঠনটি অত্রাঞ্চলে সামাজিক ও আর্থিক উন্নয়নে দুঃস্থ মানুষের কাছে সেবা দান করছে। সেই সুবাদে ২০২২ সালে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে আমিষের চাহিদা পূরণ ও আর্থিক উন্নয়নের জন্য ৫০ জন দুঃস্থ পরিবারকে ০১ জোড়া করে হাঁস ও ১ জোড়া করে মুরগী বিতরণ করা হয়।
আলোচনা সভায় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন প্রানী সম্পদ উপসহকারী কর্মকর্তা মো: আহসান হাবীব, ইউনেস্কো ক্লাব, ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক মো: জিয়াউর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো: সোলায়মান আলী ও দৈনিক আজকের পত্রিকার সাংবাদিক মো: নুরন নবী রানা প্রমুখ। হাঁস-মুরগী বিতরণ অনুষ্ঠানটি চমকপ্রদ হেয়েছে।
Leave a Reply