মোঃ জামিল হায়দার (জনি)
নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের সদর উপজেলার বড় হরিশপুর বাইপাসে ট্রাকের চাপায় এক মোটরসাইকেল চালক নিহত।
বুধবার(১৭ আগস্ট) সাড়ে ১২ টায় সদর উপজেলার বড়হরিশপুর বাইপাসে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে সড়ক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাটোরের বাগাতিপাড়া প্রশিকা মানবিক উন্নয়ন সংস্থার ব্যাঞ্চ ম্যানেজার নিহত দুরুল হোদা সাগর (৩৭), পিতা- মোঃ মঞ্জুর রহমান, গোদাগারী,রাজশাহী।
নিহত দুরুল হোদা তার স্ত্রীর অসুস্থতার জন্য রক্তদাতার খোঁজে মোটরসাইকেল যোগে বের হন। ১২.০৫ ঘটিকায় ঢাকা-নাটোর মহাসড়কের বড় হরিশপুর বাইপাসে অপর দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। ঘাতক ট্রাকটি থানায় আটক রয়েছে বলে জানা যায়। যান চলাচল স্বাভাবিক রয়েছে।
Leave a Reply