মোঃ জামিল হায়দার (জনি)
নাটোর জেলা প্রতিনিধিঃ
২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে জেএমবির সিরিজ বোমা হামলার প্রতিবাদে নলডাঙ্গা উপজেলার ৩নং খাজুরা ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৭ আগস্ট) বিকেল ৫ টায় উপজেলার খাজুরা বাজারে খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল টি খাজুরা ইউনিয়ন পরিষদ চত্বরে থেকে শুরু বিভিন্ন সড়ক ও বাজার ঘুরে এসে পরিষদ চত্বরে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান, সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান সোহরাব হোসেন, যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন রাজু, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি শরিফুল ইসলাম মজনু সহ প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, খাজুরা ইউনিয়ন যুবলীগের সভাপতি খন্দকার আব্দুর রউফ সুজন, সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার দরুদ আলী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফরিদ উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মাহাবুর রহমান সহ দলীয় নেতাকর্মী।
Leave a Reply