ক্রীড়া ডেস্কঃ
যশোরের অভয়নগরে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টে শহিদুজ্জামান সেলিম’র প্রজাপতি স্পোর্টিং ক্লাব ৮-১ গোলে পরাজিত করেছে পায়রা ফুটবল একাদ্বশ দলকে।খেলায় প্রজাপতি স্পোর্টিং ক্লাবের সাইফুল ইসলাম (জ্যাক) ৫ টি গোল করে ম্যান অফ দা ম্যাচের পুরুষ্কার তুলে নেন।
এছাড়াও জামির হোসেন, মেহেদী হাসান ও শামীম হোসেন ১টি করে গোল করে।
প্রজাপতি স্পোর্টিং ক্লাবের শহিদুজ্জামান সেলিম বলেন, খেলা ধুলা শারীরিক ও মানসিকতার বিকাশ ঘটায় এবং অবশ্য মাদক থেকে দূরে রাখে। তিনি বলেন, তার দল অনেক ভালো খেলেছে, এভাবে করে আগামীতেও এই জয়ের ধারাকে অব্যাহত রাখবে। দল ভালো করলে উদ্দীপনা আরও বাড়ে, তাই তিনি চান তার দল আরও ভালো করে এখান থেকে আরও বড় পর্যায়ে খেলার সুযোগ তৈরী করুক।