মোঃশফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
সদর উপজেলার আরাজী ঝাড়গাঁওয়ের একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুনর্বাসন কেন্দ্রে বিভিন্ন আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়। গতকাল সোমবার দিবসটি পালনে দিনব্যাপী প্রতিষ্ঠানের পক্ষ থেকে র্যালি, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, আলোচনা সভা, কোরআন খতম ও হামদ নাত প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সমাজের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মূল শ্রোতধারায় আনতে শিক্ষা প্রতিষ্ঠানটির আয়োজনে সকালেই বিভিন্ন শ্রণীর শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের অংশগ্রহনে একটি র্যালি বিদ্যালয় প্রাঙ্গন থেকে বের হয়ে আশপাশের রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।
বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভায় বক্তব্য দেন প্রতিষ্ঠানের পরিচালক আমিরুল ইসলাম, শিক্ষক আলেয়া আক্তার, ধনেস, আনজু আরা, রেজাউল ইসলাম, বিলকিস, শিল্পি নাহার, বাবলী রানী, শিল্পী রানী প্রমুখ। বিকালে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫-এর ১৫ আগস্টে শাহাদত বরণকারী সকল শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন প্রতিষ্ঠানের আবাসিক শাখার শিক্ষক হাফেজ মোঃ সোহাগ।
প্রতিষ্ঠানের পরিচালক আমিরুল ইসলাম জানান, উল্লেখিত অনুষ্ঠানসমূহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ৫০ বিজিবির পরিচালক। বিশেষ অতিথি থাকার কথা ছিল জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি রায়পুর ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তাসহ অন্যান্য অতিথিবৃন্দের। দিবসটি উপলক্ষে দিনব্যাপী সংশ্লিষ্ট বিষয়ের উপরে রচনা (আরবী, ইংরেজী ও বাংলা) বিষয়ে প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা, আবাসিক শিক্ষার্থীদের অংশগ্রহনে হামদ-নাত প্রতিযোগিতা ও ১শ কোরআন খতম দেওয়া হয় বলে জানান তিনি।