মোঃ মামুন হোসাইন।
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীতে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদতবার্ষিকী পালন উপলক্ষে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ সোমবার সকাল ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতীতে পুষ্পস্তাবক অর্পণ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ ই আগস্ট ঘাতকদের বুলেটে নির্মমভাবে নিহত বঙ্গমাতাসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানান
জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সাংসদ কাজী কানিজ সুলতানা হেলেন, পুলিশ সুপার
মোহাম্মদ শহিদুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান
মোহন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন ও সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড,সুলতান আহম্মেদ মৃধা,
সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার, পৌর মেয়র মহিউদ্দিন আহাম্মেদ, জেলা যুব লীগের সাধারণ সম্পাদক এ্যাড, সোহেল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা বেবী।
এছাড়াও প্রশাসনের অন্যান্য
কর্মকর্তা আওয়ামীলীগ নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,বিভিন্ন সরকারী ও বেসরকারী দপ্তর, চেম্বার অব কমার্স,পটুয়াখালী প্রেসক্লাব, ছাএলীগ, যুবলীগ, কৃষকলীগ,শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগ, সেচ্ছাসেবকলীগ, বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতীতে পুষ্পস্তাবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও সেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও যোহরবাদ মসজিদে মসজিদে দোয়া- মোনাজাত করা হয়েছে।