মোঃ জামিল হায়দার (জনি)
নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের ১৬ সদস্যর ৪৭তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার নাটোর জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের কান্দিভিটা জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে দলের পক্ষ থেকে জাতীয়-দলীয় ও কালো পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ,এক মিনিট নিরবতা পালন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শরিফুল ইসলাম রমজান, নাটোর ও নওগাঁ সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য রত্না আহমেদ,সাবেক যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সাবেক সহ-সভাপতি এড্যাঃ কামরুল ইসলাম,সাবেক সহ-সভাপতি এড্যাঃ সিরাজুল ইসলাম সিরাজ (পিপি),সাবেক সহ-সভাপতি ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মুতুজা আলী বাবলু,সাবেক সাংগঠনিক সম্পাদক এড্যাঃ মালেক শেখ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটি বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য এমরান সোনার সহ দলীয় অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের শহরের কান্দিভিটাস্থ বাসভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য নিবেদন, এক মিনিট নিরবতা, দোয়া ও রক্তদান কর্মসুচির আয়োজন করা হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দিলীপ কুমার দাস ও উপ-সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া নাটোরের অন্যান্য উপজেলায় দলীয় ও উপজেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন কর্মসুচি পালন করা হয়। দিনব্যাপী কর্মসূচীর মধ্যে রয়েছে দিনব্যাপী শহরের বিভিন্ন স্থানে মাইকে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, ফাতেহা পাঠ, মোনাজাত, মিলাদ মাহফিল ও উপাসনালয়ে বিশেষ প্রার্থনা ।
Leave a Reply