1. admin@gangchiltv.com : admin :
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৭:১৬ অপরাহ্ন

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মালামাল সহ র‍্যাবের হাতে ৪ চোর গ্রেপ্তার।

  • আপডেট সময় : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ৭৩৯ ৯৬বার পঠিত

 

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে থেকে চুরি হওয়া এ্যালুমিনিয়াম প্লেইন সীড, এ্যালুমিনিয়াম বার ও তার সহ ৪ চোরকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ ৷ বৃহস্পতিবার (১১ আগষ্ট) দিবাগত রাত সাড়ে ১১টায় এক সংবাদ বিঞ্জপ্তিতে র‌্যাব – ৬ এ তথ্য জানিয়েছে।
র‌্যাব-৬ জানায়, গত (০৯ আগস্ট) মঙ্গলবার দিবাগত রাতে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভেল কোম্পানির অর্ন্তভুক্ত গানাত্রা হেভী লিফটারস কোম্পানির ইলেকট্রিক ক্যাবল ড্রাম হতে প্রায় ৫০০ কেজি এ্যালুমিনিয়াম প্লেইন সীড চুরি হয় ৷ যার আনুমানিক বাজার মূল্য দুইলক্ষ টাকা এছাড়াও ১০ আগস্ট রাতে একই কোম্পানির ইলেকট্রিক ক্যাবল ড্রাম হতে ইলেকট্রিক সামগ্রী চুরি হয়।

এ ঘটনায় গানাত্রা হেভী লিফটারস কোম্পানির সাইট ইনচার্জ র‌্যাব অধিনায়ক বরাবর অভিযোগ দায়ের করলে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১০ আগস্ট) রাত সাড়ে ১১টায় বাগেরহাটের ফকিরহাট কাটাখালী মোড় এলাকায় র‌্যাবের অভিযান পরিচালিত হয় ৷ এসময় বাগেরহাট সদরের মোঃ রাসেল(৩৮)কে গ্রেফতার করে।

অভিযান উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে চুরি হওয়া ৪৬৫ কেজিএ্যালুমিনিয়াম প্লেইন সীড উদ্ধারপূর্বক জব্দ করে। পরে (১১ আগস্ট) বৃহস্পতিবার সকাল ০৯ টায় আভিযানিক দল পূনরায় একই এলাকায় অভিযান পরিচালনা করে রামপাল উপজেলার মোঃ আসাদ শেখ(৩২), মোঃ সোহেল শেখ(২১) এবং মোংলা উপজেলার সুব্রত রায়(২১) কে গ্রেফতার করে।

এ সময় তাদের তল্লাশি করে চোরাইকৃত মালামাল কপার ফ্লাট ০১টি, কপার ক্যাবল ১১ কেজি এবং ০২টি কপার কন্ডাকটার জব্দ করে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে গানাত্রা হেভী লিফটারস কোম্পানির সাইট ইনচার্জ র‌্যাবের সহযোগীতায় বাদী হয়ে বাগেরহাট জেলার রামপাল থানায় একটি নিয়মিত মামলা রুজুর করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

আজকের দিন-তারিখ

  • বুধবার (সন্ধ্যা ৭:১৬)
  • ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৭ই রমজান, ১৪৪৪ হিজরি
  • ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল)
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © গাঙচিল টিভি ©
Theme Customized By Shakil IT Park