ডেস্কঃ
যশোরের অভয়নগরের পূর্ব শত্রুতার জেরে ভাড়াটিয়া সন্ত্রাসীদের দ্বারা হত্যার উদ্দেশ্যে হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী।
অভিযোগ সুত্রে জানা যায়, গত রবিবার (৮ আগস্ট) রাত ৮:৪৫ সময় উপজেলার নওয়াপাড়া ছাগল হাটা এলাকা থেকে ফুলতলা উপজেলার ফুলতলা বাজার এলাকার টুকু শেখের পুত্র নুরুজ্জামান (৪৩) নওয়াপাড়া স্টেশন এলাকার মৃত লাল মিয়ার পুত্র মোঃ ইবাদুল ইসলামকে পার্শ্ববর্তী একটি জায়গায় ডেকে নিয়ে বুইকরা এলাকার জুলহাস মিয়ার পুত্র লিটনের নির্দেশে নুরুজ্জামান সহ অজ্ঞাত নামা কয়েকজন ভাড়াটিয়া সন্ত্রাসী তার উপর হামলা চালায় এসময় তার মানিব্যাগে থাকা ১২ হাজার টাকা এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এবং ভুক্তভোগী ইবাদুল কে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করলে সে হাত দিয়ে ঠেকালে তার বাম হাতের দু জায়গায় জখম হয়। এসময় সন্ত্রাসীরা তার পেটে লোহার বড ভুকিয়ে দেয়ার চেষ্টা করলে সেখানেও মারাত্মক জখম হয়।
ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখান খেকে চিকিৎসা নিয়ে আজ ৯ আগস্ট সোমবার সকালে ভুক্তভোগী নিজে বাদী হয়ে অভয়নগর থানায় হত্যা চেষ্টা ও ছিনতাইয়ের ঘটনায় দুজনের নাম উল্লেখ করে ৪/৫ জন অজ্ঞাত ভাড়াটিয়া সন্ত্রাসীর নামে অভিযোগ করেন।
এ বিষয়ে ভুক্তভোগী যুবক ইবাদুল বলেন, আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছে থানা পুলিশ আমার অভিযোগ আমলে নিয়ে আমাকে সঠিক বিচার পেতে সহযোগিতা করবে এটাই আশা করছি।
অভয়নগর থানার ওসি তদন্ত মিলন কুমার মন্ডল জানান, সংবাদ পেয়ে
ঘটনার রাতেই অভয়নগর থানা পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে গিয়েছিল। আজ সকালে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।