মোঃ জামিল হায়দার (জনি)
নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের গুরুদাসপুর উপজেলার গাড়িষাপাড়া গ্রামে জমি-জমা সংক্রান্ত জেরে ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গতকাল শুক্রবার(০৫ আগস্ট) সাড়ে ০৩ ঘটিকায় উপজেলার গাড়িষাপাড়া গ্রামে জমি-জমা সংক্রান্ত জেরে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এদের মধ্যে প্রথম পক্ষ আলতাব মন্ডল,আঃ হান্নান মন্ডল, উভয়ের পিতা- মৃত রাজাউল্লাহ মন্ডল এবং দ্বিতীয় পক্ষ আমজাদ হোসেন, পিতা- মৃত সোনাউল্লাহ ও তার ছেলে আরিফুল ইসলাম, শরিফুল ইসলাম সহ তার স্ত্রী রাজিয়া খাতুন।
স্থানীয় সূত্রে জানা যায়,
সংঘর্ষে উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে, আহতদের সবাইকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আলতাব মন্ডলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে যানা যায়।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন এই বিষয় একটি নিয়মিত মামলা হয়েছে। আসামি ধরার জন্য প্রক্রিয়া চলছে।
Leave a Reply