মোঃশফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর মুন্সিপাড়া (ডিসি বস্তি) এলাকায় এক শিশু কে ধর্ষণের চেষ্টা করলেন রিক্সাচালক মোস্তফা।
শনিবার বিকালে শিশুটিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঠাকুরগাঁও সদর মুন্সিপাড়া(ডিসি বস্তি) গ্রামের শিশুর মা,বাবা জানান আমি বাসায় এসময় আমার ৩ বছরের শিশুকে মোস্তাফা (৪০) বাড়ীর থেকে ডেকে কোলে করে নিয়ে ধর্ষণ চেষ্টা করছিল। পরে আমি নিজেই বুদ্ধি করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল নিয়ে যাই।
এলাকা বাসি জানা জানি হলে পুলিশকে খবর দেয়,পুলিশ ঘটনা স্থলে গিয়ে ধর্ষণের চেষ্টা কারি মোস্তফা কে থানায় নিয়ে যায়।
মোবাইল নাম্বার 01718695313
Leave a Reply