স্টাফ রিপোর্টারঃ ইয়াছিন আরাফাত//
বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের জয়নগর গ্রামে আজ (বুধবার) বিকালে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে
রুহুল আমিন (৪০)
ও তৌহিদুল ইসলাম (৪২)
নামে আপন দুই ভাইয়ের করূন মৃত্যু হয়েছে। রুহুল আমিন ও তৌহিদুল ইসলাম জয়নগর গ্রামের মৃত খেলাফত হোসেনের ছেলে। বিকালে রুহুল আমিন গরুর বিছালি কাঁটার জন্য বৈদ্যুতিক বিছালি কাঁটার মেশিন চালু করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়ে। অপর ভাই তৌহিদুল ইসলাম মাঠের কৃষি জমির আইল কেটে বাড়ি ফিরে রুহুল আমিনকে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া দেখে বাঁচাতে এগিয়ে আসলে তৌহিদুল ইসলাম ও তার ভাইয়ের সাথে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়ে। তারপর বাড়ির ও আশাপশের অন্য লোকেরা বিষয়টি টের পেয়ে দুই ভাইকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। রুহুল আমিনের শরীরের বিভিন্ন জায়গায় পুড়ে ঝলসে গেছে। রুহুল আমিন পেশায় একজন কৃষক এবং অপর ভাই তৌহিদুল ইসলাম পেশায় একজন হোমিওপ্যাথিক চিকিৎসক ও উদ্যোক্তা।
রুহুল আমিন এলাকায় মাটির মানুষ নামে পরিচিত। রুহুল আমিনের রয়েছে ২ বছরের একটি কন্যা সন্তান ও তৌহিদুল ইসলামের রয়েছে ৫ বছর ও ৬ মাস বয়সী দুটি পুত্র সন্তান। আপন দুই ভাইয়ের এমন করুন মৃত্যুতে তাদের পরিবারের চলছে শোকের মাতম। এলাকাবাসী ও প্রতিবেশীরা এমন করূন ও অকাল মৃত্যুতে নির্বাক হয়ে পড়েছে।