মোঃ জামিল হায়দার (জনি)
নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বাঙালির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও ক্রীড়া সংগঠক ক্যাপ্টেন শেখ কামালের ‘৭৩তম’ জন্মদিন পালন।
শুক্রবার(০৫ আগস্ট) সকাল ১০ ঘটিকা বাঙালির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও ক্রীড়া সংগঠক ক্যাপ্টেন শেখ কামালের ‘৭৩তম’ জন্মদিন পালন উপলক্ষ্যে লালপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ন, বাঙালির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন ও দোয়া-মোনাজাত করা হয়।
পরবর্তীতে লালপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও তাঁর কর্মজীবন সম্পর্কে স্মৃতিচারণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসহাক আলী, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা, লালপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মর্তুজা লিলি, লালপুর থানার অফিসার ইনচার্জ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা পয্যারের সরকারি কর্মকর্তাগণ সহ প্রমূখ।