মোঃ জামিল হায়দার (জনি)
নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বনপাড়া হাইওয়ে থানার কনস্টেবল এর মৃত্যু।
শুক্রবার(৫ আগস্ট) বেলা সাড়ে ১২ ঘটিকায় উপজেলার বনপাড়া হতে লালপুর রোড মিশন মার্কেট এর সন্নিকটে হারোয়া নতুন মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় লালপুর হতে বনপাড়া গামী বাস (রেজিঃ নং- ঢাকা মেট্রো ব-১১- ৫৮৪০) অজ্ঞাত চালক দ্রুত গতিতে বাস চালিয়ে যাওয়ার সময় বনপাড়া হাইওয়ে থানার কনস্টেবল/৩৪৪ ফিরোজ আলীর (বিপি নং- ৮৬০৬১০৩১৬৯) শরীরে ধাক্কা লাগলে ওনার মাথায় গুরুতর আঘাত লাগে এবং তিনি মাটিতে পরে জান। তাৎক্ষণিক উপস্থিত মুসল্লিগণ ওনাকে দ্রুত চিকিৎসার জন্য বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করায়, তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ০৪ ঘটিকায় তার মৃত্যু হয়।
কনস্টেবল ফিরোজ আলী,পিতা আব্দুল হালিম, গ্রাম- কল্যাণপুর, উপজেলা- বেলকুচি, জেলা- সিরাজগঞ্জ এর বাসিন্দা।
বাসটি বনপাড়া হাইয়ের থানায় হেফাজতে আছে। বাস চালক ও হেলপার পলাতক বলে জানা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওয়নের পুলিশ সুপার মুন্সী সাহাবুদ্দিন।
Leave a Reply