ওয়ায়েস কুরুনী দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আফসানা মিমি (২২) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পূর্ব ফতেপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ওই গ্রামের আব্দুর রহিমের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা বলেন,সকালে বাড়ির আঙিনায় গুনার তারে ভিজা কাপড় শুকানোর জন্য নারিয়ে দেয়।এসময় গুনার তারটি ঘরের টিনের সাথে লাগিয়ে যাওয়া এই বিদ্যুৎস্পৃষ্ট হয়।পরে বাড়ির লোকজন দেখতে পেয়ে ওই নারীকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ বলেন,ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
Leave a Reply