মোঃ জামিল হায়দার (জনি)
নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় ৭৮ টি অসহায় কৃষক পরিবারের মাঝে গো-খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার(০২ আগস্ট) বেলা ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসেনর আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭৮টি অসহায় কৃষক পরিবারের মাঝে গো-খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার, উপজেলা সহকারীর কমিশনার (ভূমি) সুমা খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আব্দুল রহিম, ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আশরাফুজ্জামান মিঠু, মাধনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার মৃধা, খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান আলী, সুবিধাভোগী সহ বিভিন্ন পয্যায়ের জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
Leave a Reply