মোঃশফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলা পরিষদের পক্ষ থেকে করোনার চতুর্থ ঢেউ মোকাবেলায় স্বাস্থ্য বিভাগকে অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন মাস্ক সেট, মাস্ক ও সাবান প্রদান করা হয়।২ আগস্ট মঙ্গলবার জেলা পরিষদের হলরুমে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও জেলা পরিষদের আয়োজনে উপকরণ বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি জেলা পরিষদ প্রশাসক ও জেলা আ’লীগের সভাপতি মুহঃ সাদেক কুরাইশী, বিশেষ অতিথি ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা পরিষদের উপ সহকারী প্রকৌশলী জাকির হোসেন, হিসাব রক্ষক দিলীপ কুমার রায় প্রমুখ। এ সময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা পরিষদের পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার ইউথ ফো মিটার, অক্সিজেন মাস্ক সেট সদর উপজেলায় ব্যবহারের জন্য ৬ সেট, প্রতিটি উপজেলায় ২ সেট করে মোট ৮সেট, মাস্ক ২শ টি করে ৫টি হাসপাতালে ১ হাজার টি এবং ৫টি হাসপাতালে ৫টি করে মোট ৫০ টি সাবান প্রদান করা হয়। স্বাস্থ্য বিভাগের পক্ষে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার নাঈম মোঃ মিনহাজ কৌশিক ও স্টোর কিপার মাহাবুব হোসেন করোনা উপকরণগুলি গ্রহন করেন।
Leave a Reply