মোঃশফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে হাসপাতালের সামনের ব্যবসা প্রতিষ্ঠান নাহিন প্যাথলজী এন্ড ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী হাজী মোঃ জহিরুল ইসলাম এর পিতা হাজী মোঃ শামশুল হক ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি..রাজিউন। রবিবার বিকালে অসুস্থতাজনিত কারনে ঠাকুরগাঁও থেকে রংপুরে নেওয়ার পথে তিনি মারা যান। তিনি বঙ্গবন্ধু সড়কের তানজির ফার্মেসীর মালিক ও বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক আজিজুল হকেরও পিতা।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বেচে থাকাকালীন সময়ে তিনি দলিল লেখক হিসেবে আদালত পাড়ায় কর্মজীবন কাটিয়েছিলেন। তিনি ২ ছেলে, ৩ মেয়ে, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। সোমবার সকাল ১১ঘটিকায় পৌর শহরের নিশ্চিন্তপুরস্থ পারিবারিক গোরস্থানে তার নামাজে জানাযা শেষে দাফন কার্য সম্পন্ন হয়। উল্লেখ্য, তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। সোমবার পৌর শহরের সমস্ত ঔষুধের দোকান সকাল ১০ টা থেকে ১২টা পর্যন্ত বন্ধ রাখা হয়।
Leave a Reply