ডেস্কঃ
সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শুভ সাংস্কৃতিক নিকেতনের বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৯ জুলাই) সকাল ১০ ঘটিকায় যশোরের অভয়নগর উপজেলার গ্রাম তলা এলাকার বরইতলা নামক স্থানে বরই গাছ রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উক্ত বৃক্ষ রোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শুভ সাংস্কৃতিক নিকেতনের প্রতিষ্ঠাতা গ্রাম ডাক্তার শিবপদ শুভ, সংগঠনের সভাপতি জয়দেব দাস, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম, প্রেসক্লাব নওয়াপাড়ার সাধারন সম্পাদক কাজী মোহাম্মদ আলী, চারণ কবি বাবুল আহমেদ তরফদার, তারক কুমার পার্থ প্রমুখ।
এসময় শুভ সাংস্কৃতিক নিকেতনের প্রতিষ্ঠাতা গ্রাম ডাক্তার শিবপদ শুভ বলেন, গাছ আমাদের নিরব উপকারী এক বন্ধু। দেশের অনেক স্থানের নাম বিভিন্ন ধরনের গাছের নামে নামকরণ করা। অথচ সেই সকল স্থানে সেই গাছের কোন অস্তিত্ব খুজে পাওয়া যায় না। শুভ সাংস্কৃতিক নিকেতন সেই সকল স্থান খুঁজে বের করে নামের সাথে মিল রেখে সেই প্রজাতির গাছ রোপণ করার কর্মসূচি হাতে নিয়েছে। আমাদের এ কর্মসূচি সারাদেশব্যপী চলবে। এসয় তিনি প্রতিষ্ঠানটির পাশে থাকতে সকল শ্রেণী পেশার মানুষের প্রতি আহবান জানান।
An intriguing discussion is definitely worth comment. Theres no doubt that that you should write more on this subject, it might not be a taboo subject but usually people dont talk about these topics. To the next! Best wishes!!