মোঃশফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে অপহরনের ৯ দিন পেরিয়ে গেলেও মোছাঃ তাসফিয়া আক্তার (১২) নামে এক মাদ্রাসা ছাত্রী উদ্ধার হয়নি। প্রথমে থানায় সাধারণ ডায়েরী ও পরে অপহরণের মামলা দায়ের করা হলেও এখনও তার সন্ধান দিতে পারেনি পুলিশ।
মামলার বিবরণে জানা যায়, রানীশংকৈল উপজেলার কাশিপুর আরাজীচন্দন মালিবস্তির মো: সাহেব আলীর মেয়ে মহারাজা দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্রী গত ২১ জুলাই সকালে বাড়ি থেকে নেকমরদের উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেনি। পরে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখোঁজির পর না পেয়ে রানীশংকৈল থানায় সাধারণ ডায়েরী করেন। ৩ দিন পর সাহেব আলী জানতে পারেন তার মেয়েকে ওই দিন বাড়ি থেকে বের হয়ে মহাসড়কে ওঠার সাথে সাথেই মিঠু (২২) নামে এক যুবক দলবল নিয়ে অপহরণ করে নিয়ে যায়। পরে ২৪ জুলাই তিনি বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে রানীশংকৈল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এ মামলায় রানীশংকৈল উপজেলার কাদিহাট পাটশ্রী গ্রামের নজিরের ছেলে মোঃ মিঠু (২২), মোঃ শুভ (২১), মৃত আব্দুলের ছেলে মোঃ জিয়ারুল ইসলাম (৪৫), ইসলামের ছেলে মোঃ নাজিম (২০) একই উপজেলার আরাজী চন্দনচহট টাঙ্গাগজ গ্রামের ইসলামের ছেলে মোঃ হাসিম (২০) কে আসামী করা হয়।
ওই শিশুর পিতা মোঃ সাহেব আলী বলেন, আমার মেয়েকে উদ্ধারের জন্য পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন স্থানে যোগাযোগ করেও মেয়ের কোন সন্ধান পাইনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা রানীশংকৈল থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) ফনি ভুষণ রায় বলেন, ওই ছাত্রীকে উদ্ধারের জন্য পুলিশ তৎপর রয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
An intriguing discussion is definitely worth comment. Theres no doubt that that you should write more on this subject, it might not be a taboo subject but usually people dont talk about these topics. To the next! Best wishes!!