মোঃ মামুন হোসাইন।
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী বাউফলের নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়ন পরিষদের উপ- নির্বাচনে চেয়ারম্যান পদের নির্বাচন স্থগীত করা হয়েছে।
সোমবার (২৫ জুলাই ২০২২ইং) তারিখ বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয়ে থেকে এ নির্বাচন স্থগীত করা হয় । তবে ওই ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বর পদে নির্বাচন যথারিতি অনুষ্ঠিত হবে।
বাউফল উপজেলা নির্বাচন অফিসার মোঃ তারিকুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে বলেন,
সোমবার চিঠি পেয়েছি।
দায়িত্বশীল একটি সুএ জানিয়েছে, শনিবার রাতে ইভিএম নিয়ে নৌকা মার্কার প্রার্থীর উঠান বৈঠকে জেলা আওয়ামী লীগের নেতা জোবায়েদুল হক রাসেলের নেতিবাচক বক্তব্য সামাজিক মাধ্যমসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশিত হলে নির্বাচন কমিশন থেকে এ নির্বাচন স্থগীত করা হয়।
আগামী ২৭ জুলাই রোজ বুধবার ওই ইউনিয়নের চেয়ারম্যান সহ ২নং ওয়ার্ডে মেম্বর পদে নির্বাচন হওয়ার কথা ছিল অবশেষে আজ ২৫’ জুলাই নির্বাচন কমিশনের নির্দেশনায় চেয়ারম্যান পদে নির্বাচন স্থগীত হলে ও যথারিতি ২নং ওয়ার্ডের মেম্বর পদে নির্বাচন যথারীতি অনুষ্ঠিত হবে।
Leave a Reply