স্টাফ রিপোর্টারঃ ইয়াছিন আরাফাত
খুলনার রূপসায় র্যাব-৬ অভিযান চালিয়ে মিঠু শিকদার(৪২) নামে এক মাদক বিক্রেতাকে ১০৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে।
সে রামনগর এলাকার রস্তুম শিকদারের ছেলে।
পুলিশ জানায়, শনিবার ২৩ জুলাই দুপুরে রামনগর এলাকার পেট্রোল পাম্পের সামনে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য ক্রয় বিক্রয় হচ্ছে।
এমন খবর পেয়ে উক্ত এলাকায় র্যাব-৬ অভিযান চালিয়ে মাদক বিক্রেতা মিঠু শিকারী কে গ্রেফতার করে।
এ সময় তার নিকট ব্যাগের মধ্য থেকে ১০ ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।অপরদিকে রুপসার থানা পুলিশ ৪০০ গ্রাম গাঁজা সহ ২ যুবককে গ্রেফতার করেছে।
যুবকরা হলেন ঘাটভোগ ইউনিয়নের বলটি গ্রামের রঞ্জন বাছাড়ের ছেলে দীপ্তকান্ত বাছাড় ও জ্ঞানেন্দ্রনাথ বাছাড়ের ছেলে বিশ্বজিৎ বাছাড়।
জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে রূপসা থানার এসআই আসাদ এর নেতৃত্বে বলটি এলাকার সরকারী রাস্তার উপর থেকে তাদেরকে গ্রেফতার করে।
মাদক বিক্রেতারা মাদক ক্রয় বিক্রয় করছে এ সময়ে উক্ত এলাকায় অভিযান চালিয়ে চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
এ সময় তাদের নিকট ব্যাগে থাকা ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
Leave a Reply