মোঃ রবিউল ইসলাম রাকিব
বাগেরহাট প্রতিনিধিঃ নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” স্লোগানে বাংলাদেশের বাগেরহাটের রামপাল উপজেলায় নানা আয়োজনে উদযাপন করা হলো জাতীয় মৎস্য সপ্তাহের ৷ এ উপলক্ষ্যে রবিবার সকালে রামপাল উপজেলা পরিষদ থেকে বর্নাঢ্য শোভাযাত্রা, পুকুরে মৎস্য অবমুক্তকরণ এবং শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷ রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কবীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, এসিল্যান্ড শেখ সালাউদ্দিন দীপু, রামপাল থানার অফিসার ইনচার্জ মোঃ সামসুদ্দীন, নৌ পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম,পিআইও মতিউর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান, মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস , মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আশেক এস, বি, সাত্তার সহ আরো বিশিষ্টজনেরা ৷