যশোর জেলা প্রতিনিধি//
রবিবার ২৪/০৭/২০২২ সকাল ১০টায় যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ এর উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় । যশোর জেলা প্রশাসক জনাব মো: তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাজী নাবিল আহমেদ, জাতীয় সংসদ সদস্য,যশোর-৩। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার) পিপিএম মহোদয় । এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন মৎস্য খাতে যদি বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয় তাহলে তার ফল আমরা সবাই ভোগ করতে পারব । আমার এই পোশাক আপনাদের ট্যাক্সের টাকায়। আমার গাড়ির চাকা ঘোরে আপনাদের ট্যাক্সের টাকায় । তাই দেশের সামগ্রিক উন্নয়ন হলে তার ভাগ আমরা সবাই পাবো । তিনি আরো বলেন মৎস্য খাতে উন্নয়নের জন্য যারা মৎস্যজীবী তাদের সর্বতো সহযোগিতা করতে হবে যাতে তারা কোন প্রকার ঝামেলা ছাড়াই নিরাপদে তাদের কাজ করতে পারে তাদের সেই পরিবেশটা আমাদের করে দিতে হবে। তাহলে মৎস্য খাত আরো উন্নত হবে ।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সভাপতি, যশোর জেলা আওয়ামী লীগ। জনাব মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, যশোর, প্রমূখ।
Leave a Reply