মোঃ রবিউল ইসলাম রাকিব
বাগেরহাট প্রতিনিধি:
‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ – এ শ্লোগান সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে রামপালে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (২৩ জুলাই) শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তা রঞ্জন বিশ্বাস এর সভাপতিত্বে এসভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য অফিসার মৎস্য চাষের উপর বিভিন্ন বিষয় তুলে ধরেন। এসময় তিনি বলেন, ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জনগণকে মৎস্যচাষে সম্পৃক্ত করতে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, র্যালি, মাছের পোনা অবমুক্তসহ বিভিন্ন কর্মপরিকল্পনা। এসময় উপস্থিত ছিলেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আশেক এস,বি,সাত্তার , মেরিন ফিশারিজ কর্মকর্তা মোঃ ছালজার রহমান সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।