অর্ণব আহসান শামিম
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও অক্ষতভাবে রক্ষা পেয়েছেন গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
শুক্রবার রাত সোয়া ৯টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় তাঁর গাড়ি দুর্ঘটনায় পড়ে।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, গোপালগঞ্জ থেকে জেলা প্রশাসক শাহিদা সুলতানা ঢাকায় যাচ্ছিলেন। এ সময় মাদারীপুর থেকে চন্দ্রা পরিবহনের একটি বাস তার গাড়িটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়।
হাঁসাড়া হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই জহিরুল হক বলেন, এতে জেলা প্রশাসকের গাড়ির পেছনের অংশ এবং বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। চালক পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে বলে তিনি জানান।
খবর পেয়ে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটোয়ারী ঘটনাস্থলে ছুটে যান।
তিনি বলেন, দুর্ঘটনায় জেলা প্রশাসক মহোদয়ের কোনো ক্ষতি হয়নি। পরে তিনি ঢাকার দিকে রওনা হয়েছেন। বাসটিকে পুলিশ আটক করেছে।