মোঃ জামিল হায়দার (জনি),নাটোর জেলা প্রতিনিধিঃ
মুজিব জন্নশত বর্ষ উপলক্ষে সারাদেশের ন্যায় নাটোরের নলডাঙ্গায় জমি সহ গৃহ পেলেন ৩০টি ভূমিহীন-গৃহহীন পরিবার। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ২৬,২২৯ টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি সহ গৃহ,ঘরের চাবি ও দলিল হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর জেলা প্রশাসক শামীম আহমেদ।
বৃহস্পতিবার(২১ জুলাই) সকাল ০৯ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ৪নং পিপরুল ইউনিয়নের সেনভাগ গ্রামে ১৭টি, ঠাকুললক্ষীকোল সড়কের পাশে ০৭টি ও বাঁশভাগ টুলটুলি পাড়া ০৭ টি, মোট ৩০ জনকে ৩০ টি জমি সহ গৃহ,ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা সহকারীর কমিশনার (ভূমি) সুমা খাতুন,
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তসলেম উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধাগণ, বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান আলী, ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আশরাফুজ্জামান ইসলাম মিঠু, মাধনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, উপজেলা পর্যারের সকল সরকারি কর্মকর্তা, ভূমিহীন পরিবারগণ সহ নলডাঙ্গা রিপোর্টাস ইউনিটির সকল সাংবাদিকবৃন্দ।