অমল কৃষ্ণ পালিত: যশোর প্রতিনিধি//
যশোর থেকে প্রকাশিত বহুল প্রচলিত পত্রিকা দৈনিক প্রতিদিনের কথার ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে বুধবার (২০/০৭/২০২২) বিকাল চারটায় দৈনিক প্রতিদিনের কথার প্রতিনিধি অমল কৃষ্ণ পালিতের তত্ত্বাবধানে এবং প্রেসক্লাব বসুন্দিয়ার উদ্যোগে আলোচনা দোয়া ও জন্মদিনের কেক কেটে দিনটি পালন করা হয়। প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি (দৈনিক নওয়াপাড়ার প্রতিনিধি) আবু তাহেরের সভাপতিত্বে ,অনুষ্ঠানে বক্তব্য রাখেন ,প্রেসক্লাব বসুন্দিয়ার সাধারণ সম্পাদক (গ্ৰামের কাগজের ভ্রাম্যমান প্রতিনিধি) মিজানুর রহমান (মিজান) , প্রেসক্লাব বসুন্দিয়ার দপ্তর সম্পাদক (দৈনিক যশোরের প্রতিনিধি) মিজানুর রহমান লিটন, প্রেসক্লাব বসুন্দিয়ার প্রচার সম্পাদক ও দৈনিক প্রতিদিনের কথার রিপোর্টার অমল কৃষ্ণ পালিত এছাড়াও অন্যান্য দের মধ্যে বক্তব্য রাখেন অত্র প্রেসক্লাবের সদস্য (দৈনিক খবরের ডাকঘরের প্রতিনিধি) সাইদ ইবনে হানিফ, প্রেসক্লাব বসুন্দিয়ার সদস্য হুমায়ূন কবির প্রমূখ। এসময় বক্তারা দৈনিক প্রতিদিনের কথার উত্তর উত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন। বক্তব্য শেষে দোয়া ও অতিথিরা কেক কেটে অনুষ্ঠানের আয়োজন শেষ করেন।
Leave a Reply