মোঃশফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের কৃতী সন্তান আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের উপ পরিচালক ড. মোঃ ইলতেমাস ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি…রাজিউন। রবিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। স্ত্রী, এক কন্যা, ৫ ভাই, ৪ বোন, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান তিনি। সোমবার বাদ আসর তার নিজ বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর পীরবাড়ীতে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন ২৪তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা ও ড. এলতেমাসের বন্ধু ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সরকারী কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মাহমুদ হাসান, ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক মানিক হোসেন সরকার, ৮৯ ব্যাচের বন্ধু রেজওয়ানুল হক রিজু, সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাও. রফিকুল ইসলামসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। জানাযার নামাজ পড়ান ড. এলতেমাসের বড় ভাই বড় খোচাবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মোঃ এহতাসামুল।
Leave a Reply