নাটোর জেলা প্রতিনিধিঃ
নানা আয়োজনের মধ্য দিয়ে নাটোরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
শনিবার (১৬ জুলাই) জেলা বিএমএসএফ এর আয়োজনে লিফলেট বিতরণ, কেক কাটা, আলোচনা সভা ও দিনব্যাপী শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে শতাধিক বনজ, ফলজ ও ঔষধী গাছের চারা রোপন করা হয়।
এসময় সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ, বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সদস্য বেল্লাল হোসেন বাবু, সাংবাদিক লিটন আলী, শুভ সরকার, আল আমিন, মোত্তালেব হোসেন,
আমার বঙ্গ টিভির সাংবাদিক হাবিব প্রামাণিক সহ প্রিন্ট, ইলেকট্রনিক, ও অনলাইন মিডিয়া সাংবাদিক ও সুশীল সমাজের গনমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বিএমএসএফ ঘোষিত ১৪দফা দাবী অধিকার মর্যাদা রক্ষায় সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি সাংবাদিকদের সুরক্ষা আইন প্রনয়ন ও বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান।
Leave a Reply