এস এম মাসুদ রানা, রংপুর বিভাগীয় ) প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থা কর্তৃক ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প দ্বিতীয় পর্যায়ের আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে পৌর শহরের ভবানীপুর মহল্লায় ৯নং ওয়ার্ড কাউন্সিলর নুর আলম এর সভাপতিত্বে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত
আসনের মহিলা কাউন্সিলর নাজনীন আক্তার, তথ্য সংগ্রহকারীদ্বয় অলোকা রানী ও খুরশিদা আক্তার প্রমুখ।
এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,শিক্ষক, সুধীজনসহ অংশগ্রহণকারী স্থানীয় মহিলারা উপস্থিত ছিলেন ৷
এসময় মহিলাদের মাঝে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন করার লক্ষ্যে নারী নির্যাতন প্রতিরোধ, যৌতুক, বাল্যবিবাহ রোধ, শিক্ষা ও স্বাস্থ্য সেবা গ্রহণসহ নিজেদেরকে স্বাবলম্বী হওয়ার উপর বিশদ আলোচনা করেন,পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী।
Leave a Reply