মোঃশফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
জমকালো আয়োজনের মধ্য দিয়ে জেলার বালিয়াডাঙ্গীর চৌরঙ্গীতে থ্রি-ডে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার বিকালে উপজেলার দুওসুও ইউনিয়নের চৌরঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
চৌরঙ্গী বন্ধু মহলের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়নের ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ দবিরুল ইসলাম, চৌরঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফিরোজ জামান, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক রুবেল আলম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। খেলা পরিচালকের দায়িত্ব পালন করেন আসাদুজ্জামান শামিম। সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেন স্থানীয় খাদেমুল ইসলাম ও মামুন।
টুর্নামেন্টে মোট ৮টি টিম অংশগ্রহন করছে। উদ্বোধনীর দিনে প্রথম রাউন্ডের ৩টি খেলা পরিচালনা করা হয়। শুক্রবার বিকালে একই ভেন্যুতে প্রথম রাউন্ডের ৪র্থ খেলাটি পরিচালনা করা হবে। শনিবার টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
Leave a Reply