মোঃ জামিল হায়দার (জনি) নাটোর জেলা প্রতিনিধিঃ
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নাটোরের নলডাঙ্গা উপজেলা বাজারে যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলস এর এক্সক্লুসিভ ডিলার সাব্বির ইলেকট্রনিক্সে যমুনার সকল পণ্যর উপর বিশেষ ছাড়ের ক্যাম্পিং চলছে।
শুক্রবার (৮ জুলাই) সকাল ৯ ঘটিকায় উপজেলার নলডাঙ্গা বাজারে ক্যাম্পিংয়ের প্রচারণা অংশ হিসাবে র্যালী, মাইকিং ও লিফলেট বিতরণ করেন। র্যালীটি শহরে বিভিন্ন সড়ক ঘুরে এসে যমুনা শোরুম/ সাব্বির ইলেকট্রনিক এ শেষ হয়। ০৮ জুলাই হতে ০৯ জুলাই পযন্ত উক্ত ক্যাম্পিং চলবে।
সাব্বির ইলেকট্রনিক এর পরিচালক মোঃ সাব্বির হোসেন ফরাজি তিনি বলেন, যমুনা পণ্যের যেকোনো একটি পণ্য কিনে ক্রেতা পেতে পারে নানান ধরনের পুরষ্কার যেমন একটি ফ্রিজ কিনে পেতে পারে আরএকটি ফ্রিজ,টিভি, মোবাইল ইত্যাদি ও ৫০০শত টাকা হতে ১০ লক্ষ পযন্ত টাকা পাবেন।
কুরবানির ঈদ হওয়ায় প্রচুরপরিমাণ ক্রেতাদের যমুনা পণ্যের উপর চাহিদা। আর দেশি পণ্যে ও গুণগত মান ভালো হওয়ায় এবার ক্রেতাদের আকর্ষণ শুধু যমুনা পণ্যের উপর।
Leave a Reply