মোঃ শফিকুল ইসলাম দুলাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে দুর্লভ প্রজাতির রেড কোরাল কুকরি সাপ উদ্ধার করা হয়।গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার গড়েয়া বাজার এলাকা থেকে মৃত সাপটি উদ্ধার করে স্থানীয়রা।
জানা যায়, রাতে চোঙ্গাখাতা বাজার থেকে বাড়ি ফিরছিলেন মিলটন নামে স্থানীয় এক যুবক। রাস্তার পাশেই কিছু ছেলেকে একটি সাপ মারতে দেখে সে ঘটনাস্থলে ছুটে যেতেই সাপটির মাথায় ও শরীরে আঘাত করে তারা। এতে সাপটি মারা যায়। মিলটন সরকার বলেন, স্থানীয়রা বুঝতে না পেরে আতঙ্কে সাপটিকে আঘাত করে। গড়েয়া ইউপি চেয়ারম্যান রইসউদ্দিন সাজু ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বন বিভাগের ঠাকুরগাঁও রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃসফিউল আলম মন্ডল বলেন, বিষয়টি কেউ জানায়নি। যদি জীবিত থাকা অবস্থায় আমাদের জানানো হতো, তাহলে আমরা তাৎণিক গিয়ে সাপটিকে উদ্ধার করতে সক্ষম হতাম। যেহেতু মেরে ফেলা হয়েছে এখন আর কিছু করার নেই। তবে এ ধরণের সাপ ভবিষ্যতে দেখলে না মেরে বন বিভাগকে খবর দেওয়ার জন্য পরামর্শ দেন তিনি।
Leave a Reply