মোঃ শফিকুল ইসলাম দুলাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে আসন্ন পবিত্র ঈদ উল আযহা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। ৬ জুলাই বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে সভায় জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন ভুইয়া,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মির্জা তারেক আহমেদ বেগ, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা আ’লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান বাবলু, সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, সাধারন সম্পাদক দিপক কুমার রায়, ত্রান ও সমাজকল্যান সম্পাদক নজরুল ইসলাম স্বপন, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বদরুদ্দোজা বদর, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক মামুন অর রশিদ প্রমুখ। সভায় ব্যবসায়ী, চামড়া ব্যবসায়ি, বিভিন্ন মসজিদের ইমামসহ নানা শ্রেণী পেশার মানুষজন অংশ নেন। ১০ জুলাই সকাল সাড়ে ৮ টায় বড় মাঠে পবিত্র ঈদ উল আযহার প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।